নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা “বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের ১৩ সদস্য বিশিষ্ঠ পুনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে হাতীবান্ধা প্রেসক্লাবে নাজমুল কায়েস হিরুর সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে হাতীবান্ধা মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল কায়েস হিরুকে সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের পাতার প্রতিনিধি নূরল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ রতন সিনিয়র সহ সভাপতি, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইন উদ্দিন মনিরকে সহ সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব খান হিরুকে যুগ্ন সম্পাদক, সাংবাদিক ফারুক হোসেন নিশাতকে প্রচার সম্পাদক, সাংবাদিক শাহ আলমকে দপ্তর সম্পাদক, এ্যাডভোকেট নাসিরুল ইসলাম প্রবালকে আইন বিষয়ক সম্পাদক, হাতীবান্ধা শাহ গরীবুল্যাহ বালিকা বিদ্যালয়ের কাব্যতীর্থ শিক্ষক রবীন্দ্রনাথকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরজ্জামান হোসেন, বড়খাতা কলেজের ভূগোল বিভাগের শিক্ষক রুহুল আমিন বাবু,কবি ও সাহিত্যিক হাফিজুর রহমান ও মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু।