এস,এম সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সাস্থ কমপ্লেক্স হলরুমে বুধবার বেলা ৩ টায় এক এ্যাডভোকেসী সভা অনুষ্টিত হয়। উপজেলা সাস্থ কমপ্লেক্স ও প.প কর্মকর্তা বিমল কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু। এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রাণী সরকার,অত্র উপজেলার ওসি তাপস সরকার,টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম সহ আর ও অনেকে।
সভায় ডাঃ বিমল কুমার বর্মন তার সমাপনী বক্তব্যে বলেন,মশাড় কামড়ে একজনের দেহ থেকে অন্যের দেহে এ রোগ ছড়ায়,কোন কোন রোগীর প্রথমে ত্বক চুলকায়,ত্বক লাল হয়,চাকা চাকা হয়,মাঝে মাঝে জ্বর হয়,ও শ্বাস কষ্ট দেখা দিতে পারে পর্যায়ক্রমে আক্রান্ত স্থান ফুলে বিকৃত হয়ে যায় এবং ক্ষতের সৃষ্টি হলে মনে করতে হবে এটা ফাইলেরিয়াসিস বা গোদ রোগ। তাই এ রোগের হাত থেকে রক্ষার জন্য সকলকে সচেতন থাকার কথা জানান তিনি।