নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় পূথক পূথক অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ।বুধবার রাতে উপজেলার রমনীগঞ্জ এলাকা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাহেব আলী(৫১) নামে একজনকে আটক করেছে দোয়ানী ফাঁড়ি পুলিশ। সে উপজেলার রমনীগঞ্চ গ্রামের মৃত মোতালেবের পুত্র বলে জানা গেছে। এর পর উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে হাতীবান্ধা থানা পুলিশের উপ পরিদর্শক খন্দকার মাহমুদের নেতৃত্বে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
দোয়ানী ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমনীগঞ্চ এলাকার মাদক ব্যবসায়ী সাহেব আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক সাহেব আলীকে হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শামীম হোসেন সরদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূথক দুটি মামলা হয়েছে। আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।