ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | হাতিরপুলে বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত

হাতিরপুলে বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : রাজধানীর হাতিরপুলের কাঁচাবাজারের সামনে শুক্রবার রাত নয়টার দিকে বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন।

আহতরা হলেন- আবুল বাশার (২৫), আমিনুল হক (৩০) ও শেখ আনিছুর রহমান (২৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহদের সহকর্মী কামাল জানান, তিন শ্রমিক হাতিরপুর হোসেন কাঁচাবাজারে ২২/এ/বি নম্বর দোকানে টাইলসের কাজ করতেন। শুক্রবার রাত আটটার দিকে তারা ওই কাঁচাবাজারের সামনে দিয়ে দোকানে যাওয়ার পথে হঠাৎ একটি বোমা  বিস্ফোরণ হয়। এতে তারা তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর এ বিষয়ে কিছু জানাতে পারেননি।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...