স্টাফ রিপোর্টার, ৮ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : রাজধানীর হাতিরপুলের কাঁচাবাজারের সামনে শুক্রবার রাত নয়টার দিকে বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন।
আহতরা হলেন- আবুল বাশার (২৫), আমিনুল হক (৩০) ও শেখ আনিছুর রহমান (২৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহদের সহকর্মী কামাল জানান, তিন শ্রমিক হাতিরপুর হোসেন কাঁচাবাজারে ২২/এ/বি নম্বর দোকানে টাইলসের কাজ করতেন। শুক্রবার রাত আটটার দিকে তারা ওই কাঁচাবাজারের সামনে দিয়ে দোকানে যাওয়ার পথে হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হয়। এতে তারা তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর এ বিষয়ে কিছু জানাতে পারেননি।