একে.এম নাজিম,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ জামায়াতের কেন্দ্রী নেতা কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল হাটহাজারীতে বিছিন্ন কোন ঘটনা ছাড়াই ঢিলে ঢালা ভাবে শেষ হয়েছে। সকাল ছয়টা থেকে দুই পার্বত্য জেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম – রাঙামাটি সড়কের উপজেলা হাটহাজারী অংশের বিভিন্ন স্পটে হাটহাজারী মডেল থানা পুলিশের কঠোর নজরদারী সহ সি.সি ক্যামরা দিয়ে মনিটরীন করেছে প্রশাসন । মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র শিবির হরতালের সমর্থনে ঝাটিকা মিছিল বের করলেও দু দিনের হরতালে তারা ছিল নিবীর । উপজেলার সর্বত্র রাস্তাঘাটে সি.এন.জি ও রিক্রা ছাড়া কোন ভারী যানবাহন চলাচল করেনি এবং পুরো সড়ক ছিল রিকসা চালকদের দখলে। মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কোথাও কোন অঘটনের খবর পাওয়া যায়নি।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ হরতালের সময় উপজেলার বেশ কয়েকটি স্থান সহ। উপজেলার আমান বাজার, বড়দিঘীর পাড়, ফতেয়াবাদ, এগার মাইল, বাসষ্ট্যান্ড,কলেজ গেইট, ইছাপুর, হাটহাজারী বাজার , মুিন্সর মসজিদ , চারিয়া নয়া বাজার, বুড়িপুকুর পাড় ও সরকার হাট এলাকায় পুলিশের কড়া নজরদারী ছিল।