Home | বিনোদন | হলিউড নিয়ে দীপিকার স্বপ্ন

হলিউড নিয়ে দীপিকার স্বপ্ন

বিনোদন ডেস্ক : বলিউডে পা রেখে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন বলিউডের গ্ল্যামার গার্ল দীপিকা পাডুকোন। গত বছর বেশ ধুমধাম করে বিয়ে করেছেন প্রেমিক রণভীর সিংকে।

এরপর অনেকটা সময় সিনেমা থেকে বিরতি গেল তার। বিয়ের আনুষ্ঠানিকতা ও সাংসারিক আমেজ কাটিয়ে আবারও তিনি রুপালি পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রতি ‘চাপাক’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই বলিউড সুন্দরী। আর সে ছবি নিয়ে কথা বলতে গিয়েই জানালেন তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।

এর আগে হলিউডে অভিষেক করা দীপিকার সময় কাটে এখন কখনো মুম্বাই আর কখনো নিউ ইয়র্কেই। হলিউডের পরবর্তী পরিকল্পনা নিয়ে এই তারকা জানান তার খুব ইচ্ছা তিনি হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করবেন।

সম্ভব হলে টাইটানিক ছবিটাতেই আবার ক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করতে চান তিনি। শুধু তাই নয় দীপিকা আরো জানান, তার ইচ্ছে মেক্সিকো ভ্রমণে যাওয়ার। সেই ভ্রমণে তিনি সঙ্গী হিসেবে চান প্রিন্সেস ডায়নাকে।

হলিউডে দিপীকার এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে কি না তা সময় নির্ধারণ বলবে। তবে খুব শিগগিরই হলিউড সিনেমায় তাকে দেখা যেতে পারে বলে জানালেন।

এদিকে এসিড দগ্ধ নারী লক্ষ্মী আগারওয়ালের গল্প নিয়ে নির্মিত ‘চাপাক’ ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে ভিক্রান্ত মাসেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জাপানে সংসদের উচ্চকক্ষের নির্বাচনে আবের জয়

ইন্টারন্যাশনাল ডেস্ক : জাপানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো আবের দল এলডিপি ও তার জোট ...

ফের ব্যালট পেপার চালুর ডাক মমতার

ইন্টারন্যাশনাল ডেস্ক : নির্বাচনে ইভিএমের বদলে আবারও ব্যালট পেপার চালুর ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের ...