বিনোদন ডেস্ক : বলিউডের সফল অভিনেত্রী শ্রীদেবী এবার অভিনয় করতে যাচ্ছেন হলিউডে। শ্রীদেবীর ব্যক্তিগত ম্যানেজার পঙ্কজ খারবান্ডা এর সত্যতাও স্বীকার করেছেন।
হলিউডে শ্রীদেবীর অভিষেক হবে হলিউডের নামী অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে। প্রযোজক জেরেমি ওয়াল ও জেরি লেইডার ইতিমধ্যে শ্রীদেবির সঙ্গে প্রাথমিক কথা চূড়ান্ত করেছেন। মেরিল স্ট্রিপের শিডিউল পেলেই হলিউডের উদ্দেশ্যে উড়াল দিবেন শ্রীদেবী।
শ্রীদেবীর হলিউডি ছবির নাম হতে পারে ‘কাউবয়েস অ্যান্ড ইন্ডিয়ানস’। আর ছবিটি পরিচালনা করবেন কিংবদন্তী শিল্পী রবার্ট রেডফোর্ডের মেয়ে ৪৩ বছর বয়সী অ্যামি রেডফোর্ড।