ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের মেদনী সাগর বাগানপাড়া গ্রামের মোঃ সাকিরের ৩য় ছেলে সাব্বির হোসেন (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটে ।
সাকিরের ৬ মেয়ে ৩ ছেলে, বড় ছেলে রয়েল, মেজো ছেলে সোহেল আর ৩য় ছোট ছেলে সাব্বির।
পারিবারিক সূত্রে জানা যায় নিহত সাব্বির বনগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। সে আজ বিকেল বেলা বনগাঁও বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। রাত সাড়ে ৭টার সময় বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিমগাছের ডালে গলায় মাফলার দিয়ে গলায় ফাঁস দেয়। স্হানীয়রা ঝুলন্ত অবস্থায় সাব্বিরের লাশ দেখতে পান।
সে এর আগেও অনেকদিন বিভিন্ন জায়গায় অজ্ঞাত কারণেবাড়ি থেকে বের হয়ে চলে যেত। আবার নিজ থেকেই ফিরে আসতো।
সাব্বির কি কারনে আত্মহত্যা করতে পারে সে বিষয়েপরিবারের লোকজন বুঝে উঠতে পারেনি বলে জানিয়েছেন।
হরিপুর থানা পরিদর্শক (ওসি) জানান, গলায় ফাঁস দিয়ে কিশোর সাব্বিরের আত্মহত্যা করার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবার থেকেএখনো লিখিত কোন অভিযোগ হয়নি। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: