স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার মুক্তির দাবিতে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। বুধ ও বৃহস্পতিবার এ হরতাল চলবে।
সকাল সোয়া আটটা পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরে কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। কুমিল্লায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের পাশাপাশি রাজশাহীতে ট্রাকে আগুন দিয়েছে শিবির কর্মীরা।
এছাড়া মেহেরপুর ও সাতক্ষীরা থেকেও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। গাজীপুরে দেওয়া হয়েছে বাসে আগুন।
বুধবার রাজধানীতে হরতালের শুরুতে এখনও রাস্তায় খুব একটা যানবাহন চোখে পড়ছে না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাবলিক ট্রান্সপোর্টের চলাচল বাড়ছে। অধিকাংশ দোকানপাট ও বিপণিবিতান এখনও বন্ধ।
হরতালের প্রথম প্রহরে মিরপুরে মিছিলের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত শিবির কর্মীরা।
মালিবাগ, মৌচাক, খিলগাঁও, শান্তিনগর, কাকরাইল এলাকায় অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলকভাবে কম বল জানা গেছে।
ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, শ্যামলী এলাকাতেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।