ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : হরতালে প্রথম দিনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫টি পয়েন্টে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর ও জুনদহ, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাট, ঠুটিয়াপুকুর এবং হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে হরতালকারীরা।এ সময় তারা ৭/৮টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।পরে সকাল ১১টার দিকে জামায়াত-শিবির নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল উত্তর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ব্র্যাক মোড় এলাকা প্রদক্ষিণ করে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, হরতালে যে কোনো নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি টহল জোরদার করা হয়েছে।এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।