ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | হরতালে পুঁজিবাজারে লেনদেন স্বাভাবিক

হরতালে পুঁজিবাজারে লেনদেন স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, ২৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টার হরতাল সত্ত্বেও বুধবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয় পূর্ব নির্ধারিত সময় সকাল সাড়ে দশটাতেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাপরিচালক (গণযোগাযোগ ও প্রকাশনা) শফিকুর রহমান জানান নির্ধারিত সময়ে অধিকাংশ ব্রোকারেজ হাউজ লগইন করায় লেনদেন নির্ধারিত সময়ে শুরু হয়।

এদিকে আগের দিনের ধারাবাহিকতায় ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়েই লেনেদেন শুরু হয়েছে। প্রথম ৫ মিনিটে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ার দর।

এ সময়ে মোট আর্থিক লেনদেন হয়েছে ৪৭ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন চলছে। প্রথম ৫ মিনিটে সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬২২ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার দর।

এ সময়ে মোট আর্থিক লেনদেন হয়েছে ৭০ লাখ টাকা।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...