ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | হরতালে ককটেল বিস্ফোরণ গাড়ি ভাঙচুর

হরতালে ককটেল বিস্ফোরণ গাড়ি ভাঙচুর

 

স্টাফ রিপোর্টার, ১২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে দলছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল। সোমবার বিকেল ৫টার দিকে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ চলাকালে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটলে বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এ হরতালের ডাক দেন।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান গেট থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার হরতাল চলাকালে সকাল সাড়ে ৭টায় শাহবাগ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করেন।

সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর আরামবাগ বাবে রহমতের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

রাজধানীর মিরপুর এক নম্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পিকেটাররা একটি বাস ভাঙচুর করে। এতে বাসচালক আহত হন।

হরতালের আগের রাতে বিভিন্নস্থানেই ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরে বিটিসিএল এর একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ডিআইটি রোডে একটি বাসে আগুন দেয়া হয়।

বিকেল পাঁচটার দিকে স্কাউট মার্কেটের সামনে রাস্তায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটানা ঘটে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে পুরনো ঢাকার রায়সাহেব বাজার মোড়ে সদরঘাট-যাত্রাবাড়ী রুটের বাহাদুর শাহ (ঢাকা চ-১১২৪১৭) পরিবহনের একটি লেগুনায় আগুন দেয়া হয়।

বিকেল পৌনে ছয়টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুরের খবর পাওায়া গেছে।

এদিকে হরতালে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে রাস্তায় পিকেটারদের চোখে পড়ছে কম।

 

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...