স্টাফ রিপোর্টার, ঢাকা, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জামায়াতে ইসলামী নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির ।
শনিবার বেলা পৌনে ৩টার দিকে ফকিরাপুল এলাকায় ৪০-৫০ জন জামায়াত-শিবির নেতাকর্মী এ মিছিল বের করে । এসময় হরতালের সমর্থনে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি পল্টন টাওয়ার সংলগ্ন এসে শেষ হয়।
এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
পরে পুলিশ এসে আশপাশের ভবন এবং গলিতে তল্লাশি চালায়। তবে কাউকে আটক করতে পারেনি।