স্টাফ রিপোর্টার, ঢাকা, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : হরতালের আগে রাতে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ, ভাঙচুর ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, রাজধানীর মিরপুর ১০ নম্বরে শনিবার রাত নয়টার দিকে একটি বিস্ফোরণ ঘটানো হয়।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জাহিদ হাসান জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের পরিদর্শক দল সেখানে যাচ্ছে। তবে সেটি ককটেল না বোমা, তা জানা যায়নি। এ ঘটনায় কেউ আহত বা নিহত হওয়ার খবরও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ অনেক তীব্র ছিল। তারা এটিকে বোমার বিস্ফোরণ বলে মনে করছেন। মিরপুর ১০ নম্বর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি গাড়ি পোড়ানো হয়। বিকেলের দিকে সিদ্ধেশ্বরীতেও একটি গাড়ি পোড়ানোর খবর পাওয়া গেছে।