Home | আন্তর্জাতিক | হবিগঞ্জে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

ফরহাদ চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : সারাদেশে ১৮ দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতনের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ১৮ দলীয় জোট। সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের প্রধান সড়কের শায়েস্তানগরস্থ হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক, হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মুশাহীদ আলী, জেলা জমিয়তে উলামায়ে ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, জেলা খেলাফত মজলিস সেক্রেটারি প্রভাষক আব্দুল করিম, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আমিনুর রশীদ এমরান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম প্রমুখ। সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কের তিনকোণা পুকুরপাড় এলাকায় গিয়ে পুলিশের বাধার মুখে পড়লে রাজনগর মোড় হয়ে বেবীস্ট্যান্ড মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

x

Check Also

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...

এক শটে বাংলার বাইরে ফেলব ওদের : মমতা

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভাঙা পা নিয়েই শেষ মুহুর্তের নির্বাচনি প্রচারে মাঠ গরম করছেন ...