ফরহাদ চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ আয়কর বিভাগের উদ্যোগে শহরে দুই দিন ব্যাপী আয়কর মেলা সোমবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে বেলা ১২টায় শহরের রাজনগরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন – জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বেগম রাহেলা চৌধুরী। তিনি বলেন- কর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ করেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার কামরুল আমীন, পৌর মেয়র জি কে গউছ, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার সোয়ায়েব আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহছান ও হবিগঞ্জ সহকারী কর কমিশনার আবু মুসা প্রমুখ। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হওয়া এ আয়কর মেলা মঙ্গলবার বিকেলে সম্পন্ন হবে।