ফরহাদ চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে হবিগঞ্জ শহলে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। মঙ্গলবার বেলা ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত শহরের প্রধান সড়কের বাণিজ্যিক এলাকার শরীফ স্টোরের কাছ থেকে মিছিলটি শুরু হয়। পুলিশ আসার আগেই প্রধান সড়কের চৌধুরী বাজার মোড়ে গিয়ে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সটকে পড়েন। এতে অংশ নেন- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোশাহিদ আলম, পৌর জামায়াতের আমীর কাজী মহসিন, জেলা শিবির সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি আতিকুল ইসলাম সোহাগ ও বৃন্দাবন সরকারি কলেজ সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।