হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে ও ভোরে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতদের একজন হলেন বাহুবল উপজেলার নারিকেলতলা এলাকার বাসিন্দা আলফু মিয়া (৭০)। দুর্ঘটনায় নিহত অপর এক জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, বেলা ১২টার দিকে বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন যাত্রী আলফু। এসময় অটোরিকশার দুই যাত্রী বাহুবল উপজেলার গকুলপুর গ্রামের বাসিন্দা সোহেল আহমেদ (৬০) ও রাহেল মিয়া (৬০) গুরুতর হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাকটি জব্দসহ চালক ও তার সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে।
অপরদিকে, এদিন ভোরে বাহুবলের নতুনবাজার এলাকার মৌলভীবাজার সড়কে একটি পিকআপ ভ্যানচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল সরকার বিষয়টি জানান।