বিনোদন প্রতিবেদক : স্লামডগ মিলেনিয়ার’ খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো সম্প্রতি আবারও তুমুল আলোচনায় এলেন । তবে তা কোন ছবিতে অভিনয়ের জন্য নয়। প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। আর এই মিউজিক ভিডিওতে প্রায় নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর তাতেই উঠেছে আলোচনার ঝড়। সম্প্রতি গায়ক ব্রুনো মারসের নতুন মিউজিক ভিডিও ‘গরিলা’র বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে । যাতে অনেকটা নগ্নভাবেই দেখা গেছে ফ্রিদাকে। এমনভাবে এর আগে কখনও নগ্ন হননি ফ্রিদা। মিউজিক ভিডিওটির কেন্দ্রবিন্দুই ছিলেন এই অভিনেত্রী। এদিকে নগ্ন হয়েই ব্রুনোর সঙ্গে চুমোদৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন ফ্রিদা এই ভিডিওটিতে। খুব শিগগিরই এ গানটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলেও জানা গেছে। এ বিষয়ে ফ্রিদা পিন্টো বলেছেন,’আমি প্রথমবারের মতো কোন মিউজিক ভিডিওকে কাজ করলাম। গানটির আয়োজন অনেক বড় ও ভাল ছিল বলেই এখানে কাজ করেছি। গানটিতে অন্যরকম হট ফ্রিদাকেই দেখতে পাবেন দর্শক। আশা করছি গানটি সবার ভাল লাগবে।’