সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : সৌদি আরবে হজ্ব পালন করতে গিয়ে নওগাঁর রাণীনগরের ইলিম উদ্দীন ওরফে হানিফ (৭২) নামের এক ব্যাক্তি মারা গেছে (ইন্না লিল্লাহ …………রাজিউন)।
পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার দাউদপুর গ্রামের মৃত আলীর ছেলে ইলিম উদ্দীন ওরফে হানিফ হজ্ব পালনের উদ্দ্যেশে গত শুক্রবার রাতে সৌদি আরবে পৌছে। শনিবার সেখানে ওমরাহ হজ্ব পালন করে। এর পর রবিবার ফজরের নামাজ আদায় করে হাজ্বী ক্যামম্পে বিশ্রাম নেয়ার সময় ঘুমন্ত অবস্থায় বাংলাদেশ সময় অনুমনা ১২টায় মারা যায় বলে ছেলে জাহাঙ্গীর আলম জানান।