স্টাফ রিপোর্টার: অসংলগ্ন বক্তব্য দিয়ে প্রায়ই সমালোচিত-বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবার স্থান পেয়েছেন উইকিপিডিয়াতে। উইকিপিডিয়াতে তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ড ফলাও করে উল্লেখ করেছে।
উইকিপিডিয়ার মহীউদ্দীন খান আলমগীরের জীবনীতে সমালোচনার বিষয়ে রানা প্লাজা ধ্বসের ঘটনা নিয়ে তার মহাবিতর্কিত বিষয়টি উল্লেখ করা আছে।
উইকিপিডিয়া লিখেছে- ২০১৩ সালে সাভারে নয় তালা ভবন ধ্বসের পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধী দলের (বিএনপি) কর্মীরা হরতালের সময় ওই ভবনের পিলার ধরে নাড়াচাড়া করে, যা ওই ভবন ধসের একটি কারণ হতে পারে। তার এই বক্তব্য জনসাধারণের মধ্যে ব্যাপক সমালোচিত হয়।
তার অন্যসব বিতর্কিত বিষয় নিয়ে উইকিপিডিয়া লিখেছে- মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী মহীউদ্দীনকে পাকিস্তানী দোসর বলে অভিযুক্ত করেন। কারণ তিনি ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তান সরকারের অধীনে উপবিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিরোধী দলের ওপর অত্যচারে পুলিশ বাহিনীকে ব্যবহারের অভিযোগে মহিউদ্দিনের সমালোচনা করা হয়। এছাড়া পুলিশ বাহিনীকে ব্যবহার করে আন্দোলনে অংশ নেয়া জামায়াত-শিবিরের প্রায় ১৫০ কর্মীকে হত্যার অভিযোগেও তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। এই আন্দোলনটি ছিল যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত তাদের নেতার মুক্তির দাবিতে।
উল্লেখ্য, গত সোমবার রাতে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা-তে মহিউদ্দীন খান আলমগীর দাবি করেন, দেশের ৮৬ ভাগ মানুষই হরতালের প্রভাবমুক্ত।