ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | স্বপ্নসিঁড়ির ব্যানারে শিশুর জন্য বাংলাগান করছেন আহমেদ তোফায়েল

স্বপ্নসিঁড়ির ব্যানারে শিশুর জন্য বাংলাগান করছেন আহমেদ তোফায়েল

সেজুল হোসেন, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাংলা ভাষাভাষি শিশুদের জন্য বাংলাগান নিয়ে আসছেন আহমেদ তোফায়েল। বাঙালি শিশুদের জন্য বাংলায় বিনোদনের এই আকালে এটি একটি গুরুত্বপূর্ণ পদপে। সেই পুরনো কিছু গান ছাড়া, শিশুদের জন্য বাংলায় গান নেই তেমন। আর এ অভাববোধ থেকেই, শিশুদের জন্য গান বেধেছেন, আহমেদ তোফায়েল। দিয়েছেন সুর। গাইবেনো তিনি। এরইমধ্যে ‘ভোর হলো’ নামে, এ অ্যালবামের কাজ শুরু হয়ে গেছে।
সংগীত আয়োজন করছেন, অভিজিৎ জিতু। ব্যতিক্রমী অ্যালবামটি বাজারে আনছে ‘স্বপ্নসিঁড়ি অডিও ভিজুয়্যাল’। আগামী ১অক্টোবর, ২০১৩, বিশ্ব শিশু দিবসে এটি প্রকাশ হবে। ‘ভোর হলো’ অ্যালবামে গান থাকছে ১০টি। এসব গানের মাধ্যমে নানান চাপে পিষ্ট শিশুদের, কেবল আনন্দ দেয়ার চেষ্টা করেছেন শিল্পী।
আহমেদ তোফায়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ যোগাযোগ ও সাংবাদিকতায় লেখাপড়া করেছেন। সাংবাদিকতায় কাজ করেছেন, দেশের বেশ ক’টি বেসরকারি টেলিভিশনে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...