স্টাফ রিপোর্টার, ৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাম পায়ের আদলে খাঁটি সোনা দিয়ে একটি কৃত্রিম পা তৈরি করেছেন জাপানের তানাকা কিকিনজুকু নামের এক স্বর্ণ ব্যবসায়ী।
বুধবার জাপানের টোকিওতে সোনার তৈরি এই পা’টি সর্বসাধারনের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মেসির ভাই ৩.৫ মিলিয়ন পাউন্ড দামের এই প্রতিমূর্তিটি উন্মুক্ত করেন।
সম্প্রতি মেসির বাম পায়ের মাপ নেন এই স্বর্ণ ব্যবসায়ী। সেই মাপের ছাঁচে ২৫ কিলোগ্রাম ওজনের প্রতিমূর্তিটি তৈরি করা হয়। যার উচ্চতা ২৫ সেন্টিমিটার ও প্রশস্ত ২৮ সেন্টিমিটার।