স্টাফ রিপোর্টার: জনাব খোরশেদ আলম পাটওয়ারী গত ২৯/১০/২০১৭ ইং তারিখে পদোন্নতি প্রাপ্ত হয়ে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে রমনা কর্পোরেট শাখা, ঢাকার প্রধান হিসেবে যোগদান করেছেন ।
খোরশেদ আলম পাটওয়ারী সোনালী ব্যাংক লিমিটেডে ১৯৮৪ ইং সনে ফিনান্সিয়াল এনালিস্ট হিসেবে যোগ দিয়ে কর্ম জীবন শুরু করেন । তিনি সোনালী ব্যাংক লিমিটেডে তার কর্ম জীবনে বিভিন্ন স্তরে জেলা শাখা প্রধান, কর্পোরেট শাখা প্রধান, জিএম অফিস এবং প্রধান কার্যালয়ের শিল্প ঋণ বিভাগে কর্মরত ছিলেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে কৃতিত্ত্বের সাথে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। জনাব খোরশেদ এক সন্তানের জনক।