জেলা সংবাদদাতা: ভারতের মহদিপুর স্থলবন্দরে ট্রাক চালকদের ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে ভারতীয় ট্রাকচালকরা ধর্মঘট শুরু করেন। ফলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার বেলাল হোসেন জানান, মহদিপুর স্থলবন্দরে শুক্রবার রাতে ভারতের ট্রাকচালককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে সেখানকার ট্রাকচালকরা ধর্মঘট শুরু করেন।
তিনি জানান, ধর্মঘটের কারণে মহদিপুর বন্দরে আমদানি পণ্যবাহীয় কয়েকশ ট্রাক আটকা পড়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য মহদিপুর স্থলবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।