স্টাফ রিপোর্টার : সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ মঞ্চের সামনে বসা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছে বিএনপির ডেমরা শাখা ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা শুক্রবার সকাল ৯টার দিকেই মিছিল নিয়ে সমাবেশ মঞ্চের একেবারে সামনে এসে অবস্থান নেয়।
বেলা সোয়া ১টার দিকে ডেমরা বিএনপির ব্যানার নিয়ে একদল নেতা-কর্মী সমাবেশস্থলে পৌঁছে মঞ্চের সামনে বসতে চাইলে ঘটে বিপত্তি। শিবিরের লোকজন অবস্থান ছাড়তে রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়।
এ সময় শিবিরের এক কর্মীকে বিএনপির ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করতেও দেখা যায়। এরপর শিবিরের জ্যেষ্ঠ নেতারা এসে তাদের কর্মীদের সরিয়ে নিলে দুই পক্ষের মধ্যে মিটমাট হয়ে যায়। দুই পক্ষই মঞ্চের সামনে পাশাপাশি অবস্থান নেয় এরপর।
এ সময় মঞ্চে উঠে এক বিএনপি এক নেতা মাইকে বলেন- আমাদের মধ্যে আজ কোনো বিরোধ নাই। আজকে আমরা ভাই ভাই। আমাদের লক্ষ্য একটাই। আমরা হাসিনা সরকারের পতন চাই।
হাতাহাতির সময় সেখানে উপস্থিত ডেমরা শাখা ছাত্রদলের কর্মী ইমরান হোসেন বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা কেটে গেছে। আমরা এখন শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণ করব।’