‘হয়তো তোমার অন্য কোথাও ডাক পড়েছে, হয়তো তুমি সেই ডাকেরই আশায় থাকো/আমার কাছে গল্প তোমার শেষ হয়েছে, চাইনা আবার একই সুরে আমায় ডাকো’। লুৎফর হাসানের সুর ও আয়োজনে মিশ্র অ্যালবাম ‘একলা আগন্তুক’ এ দ্বৈত গানে কণ্ঠ দিলেন পুতুল ও শাহরিদ বেলাল। সেজুল হোসেন এর কথায় গানটির সংগীত আয়োজন করেছেন টি.আর রোমান্স। শুক্রবার রাতে রোমান্সের ষ্টুডিওতে গানটির ধারন কাজ শেষ হয়েছে। একলা আগন্তুক অ্যালবামে গান লিখেছেন ইশতিয়াক আহমেদ, হাসিবুর রেজা কল্লোল, হোসাইন সুমন, সাতিয়া মুনতাহা নিশা। লুৎফর হাসান নিজে লিখেছেন অবশিষ্ট পাঁচটি গান। ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, দিলরুবা খান, পারভেজ, লুৎফর হাসান, শিমুল খান, লিজা, নিশাদ নূর ও মশিউর বাপ্পীর গাওয়া গানগুলির সংগীতায়োজন করেছেন আদিত্য সন্নাসী, পারভেজ জুয়েল, অয়ন চাকলাদার, মশিউর বাপ্পী, টিআর রোমান্স।