ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | সুশাসনের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা’র বিশ্বব্যাংক আ্যাওয়ার্ড লাভ

সুশাসনের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা’র বিশ্বব্যাংক আ্যাওয়ার্ড লাভ

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: দেশের বিভিন্ন পৌরসভার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সুশাসনের জন্য বিশ্বব্যাংক প্রদত্ত আ্যাওয়ার্ড লাভ করায় সংবাদ সম্মেলণ করেছে পৌর কতৃপক্ষ। গত মঙ্গলবার দুপুর ১টায় পৌর ভবন সম্মেলণ কক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়র নজরুল ইসলাম। তিনি বলেন, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনায় ‘সিটিজ ফোরাম’ আয়োজিত একটি আন্তর্জাতিক ওয়ার্কশপ-এ প্রথমবারের মত ‘চ্যাম্পিয়ন পৌরসভা আ্যাওয়ার্ড-২০১৭’ চালু করা হয়েছে। ৪টি ক্যাটাগরিতে দেশের ৪টি পৌরসভাকে এই আ্যওয়ার্ড প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ‘গুড গর্ভনেন্স’ বা সুশাসন ক্যাটাগরিতে দেশের শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়ে এই পুরস্কার অর্জন করেছে। গত রোববার ঢাকার একটি হোটেলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ দেশী-বিদেশী বিভিন্ন পৌরসভার প্রতিনিধি ও সরকারী-বেসরকারী উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়রের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার অর্জন করায় মেয়র পৌর নাগরিক,পৌর পরিষদ,কর্মকর্তা-কর্মচারীসহ সংশিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি পৌরসভার বিভিন্ন সমস্যা,সুবিধে ও অসুবিধে,চলমান ইউজিপ প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এসময় প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম,সচিব মামুনুর রশিদ সহ অনান্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...