স্টাফ রিপোর্টার : দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
শুক্রবার ভোর ছয়টার দিকে তার ঝিগাতলার বাসার সীমানা প্রাচীরের বাইরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেলে করে এসে কে বা কারা সুরঞ্জিত সেনগুপ্তের বাসা লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হাজারীবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জলিলুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।