মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন শিক্ষকের বিদায় অনুষ্টানের আয়োজন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সুবর্নচর শাখা, নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ারুল হায়দারের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০টায় সুবর্ণচর উপজেলা রুমে উক্ত অনুষ্ঠানটি অনু্ষ্িঠত হয় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্নচর উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, সহকারি শিক্ষা অফিসার আজিজুর রহমান, ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম বিএসসি, ২ নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম, ৩ নং চরক্লার্ক ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার ডিপটি, চর আমান উল্যাহ ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট এনামুল হক, অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী আক্কাস, সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ন সাধারণ সম্পাদক অতুল চন্দ্র নাথ, অন্ষ্ঠুান সঞ্চালনায় ছিলেন আব্দুল আজিজ।
বক্তারা বিদায় শিক্ষকদের কর্মময় জীবনের স্মৃতি চারন করে অশ্রুসিক্ত বক্তব্য রাখেন এবং প্রত্যেককে ক্রেস্ট প্রদান করেন। বিদায় শিক্ষকরা হলেন পূর্বচরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনোয়ারুল হক, দক্ষিণ চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন, দক্ষিণ ওয়াপদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোহাম্মদ আলী, পশ্চিম চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঈসমাইল হোসেন, উত্তর বাগ্যা ঈমান আলী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির আহম্মদ, এম এ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোকন চন্দ্র দাস, পূর্বচরবাটা রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বজলুর রহমান। বিদায় শিক্ষকগন তাদের কর্মময় জীবনের কথা তুলে ধরে কান্নয় ভেঙ্গে পড়েন একং সকলের কাছে ছোটখাটো ভুলত্রুটির জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে সুন্দর জীবন যাপনের জন্য সকলের দোয়া কামনা করেন,
Tagged with: সুবর্ণচরে ৭ জন শিক্ষকের অশ্রুসিক্ত বিদায়