নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ চৌধুরী আরমান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে ৮নং ওয়ার্ড বাঁধেরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আরিফ চৌধুরী ওই এলাকার আবদুল কাদের হারুনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে আরিফ দ্বিতীয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ীর পাশ্ববর্তী একটি গাছে ডাল কাটতে উঠে আরিফ। ডাল কাটার সময় গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের সাথে জড়িয়ে আরিফের পুরো শরীর পুড়ে গিয়ে নিচে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা আবদুল কাদের হারুন।
চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জিয়াউল হক জানান, এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি. অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।