ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামে বাল্য বিয়ের স্বীকৃতি না দেয়ায় মা-ছেলে ঘর ঘর ছাড়া হয়েছে। জানা গেছে, তালুক সর্বানন্দ গ্রামের প্রবাসী সাইদুর রহমানের পুত্র ৮ম শ্রেণিতে পড়–য়া ছাত্র মামুন মিয়া (১৪) এর সাথে একই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের ৭ম শ্রেণিতে পড়ুয়া কন্যা শারমিন (১৩) এর গত ১৮ আগস্ট গোপণে নিকাহ রেজিষ্ট্রি হয়।এদিকে কন্যা পক্ষের লোকজন মামুনের বাড়িতে গিয়ে ওই বিয়ের কথা বললে তার মা ঝরনা বেগম অস্বীকার করে। পরে কন্যা পক্ষের লোকজন বাল্য বিয়ে বিচ্ছেদের নামে মামুনের মায়ের নিকট মোটা অংকের টাকা দাবী করে। টাকা দিতে মামুনের মা অস্বীকৃতি জানালে কন্যা পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গত ১৪ সেপ্টেম্বর মামুনের বাড়িতে গিয়ে তাকে সহ তার মাকে মারধর করলে জীবন বাঁচার তাগিদে মা ও পুত্র ঘর ছাড়া হয়ে অন্যোর বাড়িতে অবস্থান করছে। অপর দিকে ওই দিন পুলিশ শারমিনকে মামুনের বাড়িতে পৌছে দেয়। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মিয়ার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।