ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন কবলিত বোচাগাড়ি মৌজার ৩ শতাধিক অসহায়-দু:স্থ মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে।
জানা গেছে, কয়েক দফা তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন ও অকাল বন্যায় কাপাসিয়া ইউনিয়নের বোচাগাড়ি মৌজাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ওই এলাকার শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে ঘর-বাড়ি গুটিয়ে নিয়ে উঁচু স্থানে সরিয়ে নেয়। নির্ধারিত কোন আবাস ভূমি না থাকায় ওই পরিবারগুলোর ৩ শতাধিক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আশ-পাশে উঁচু সরকারি খাস জমি থাকলেও তা ব্যবহার করতে পারছেন না। সরকারি খাস জমিগুলো বরাদ্দ চেয়ে ইউএনও সহ জেলা প্রশাসক বরাবর আবেদন করেও কোন অনুমিত পাচ্ছেন না বলে অসহায়-বদিউজ্জামান (৬৫), হামেলা বেগম (৫০), সুরুতন বেগম (৪৫)সহ অনেকে জানান। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান-মঞ্জু মিয়ার সাথে যোগাযোগ করলে এঘটনার সত্যতা স্বীকার করেন।