Home | ব্রেকিং নিউজ | সুনামগঞ্জে লরি খাদে, নিহত ১

সুনামগঞ্জে লরি খাদে, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ-সিলেট সড়কের ইকবাল নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খাদে পড়ে গেছে। এতে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম- বানু দাস (৩৫)। তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ইছাগড়ি গ্রামের সুরঞ্জিত দাসের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুউল্লাহ বলেন, পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটিবাহী একটি লরি সদর উপজেলার নীলপুর থেকে শহরতলীর জলিলপুর খেয়াঘাটে আসছিল। ইকবালনগর এলাকায় লরিটি আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো সাতজন আহত হয়। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হার-জিত জীবনেরই অংশ : নির্বাচনী বিপর্যয়ের পর মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক : গুজরাট রাজ্যে জয় পেয়েছিলেন। জোটবদ্ধ হয়ে ক্ষমতায় এসেছেন বিহার ও ...

প্রচণ্ডভাবে ঘৃণা করি সেইসব অমানুষদের : প্রিয়তি

বিনোদন ডেস্ক : রিকশাওয়ালার ওপর চড়াও হওয়া সেই নারীর চরম সমালোচনা করেছেন মিস ...