মোঃ বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে “মৌলিক ও প্রাথমিক চিকিৎসা” বিষয়ে সুনামগঞ্জে প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সংগঠনের জেলা ইউনিটের উদ্যোগে সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের আলাহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ইউনিটের সেক্রেটারী এড. মতিউর রহমান পীর ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইউনিটের সহ-সভাপতি এড. আফতাব উদ্দিন।
সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হওয়া কর্মশালায় রেড ক্রিসেন্ট, যুব কার্যক্রম, রক্তদান ও প্রাথমিক চিকিৎসা সেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন, আজীবন সদস্য মোঃ শাহজাহান, পৌর কলেজ ইউনিটের কো-অর্ডিনেটর আলমগীর আহমদ তালুকদার, জেলা ইউনিটের সিনিয়র সদস্য মোঃ শেরুজ্জামান শেরু, জেলা ইউনিটের যুব প্রধান ফারুক আহমদ, আলহেরা ইউনিটের কো-অর্ডিনেটর ডাঃ জসিম উদ্দিন, তানজিমা আক্তার, সৈয়দা আলমতাজ বেগম, জুনায়েদ আহমদ প্রমূখ।
পরে কর্মশালায় অংশহগ্রহণকারী প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।