মো : বোরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি, ৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে প্রতিবাদ সভা ও বিােভ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
আজ বিকাল ৫টায় শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানুর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, পিপি ও জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ, জেলা জাসদ সভাপতি আ. ত. ম. সালেহ প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে একটি বিােভ মিছিল শহর প্রদণি করে।