মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ সংবাদদাতা ঃ
সুনামগঞ্জে নারীদের নিয়ে একটি অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মস্ত্রনালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে জেলার বিভিন্ন পেশার নারীরা অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানের প্রারম্ভে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ,নারী নেত্রী শিলা রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডঃ সামছুন্নাহার শাহানা প্রমুখ। বক্তারা বলেছেন,দেশের মোট জনগোষ্টির অর্ধেক নারী এবং দেশের সংবিধানে তাদের সমধিকারী দেয়া আছে। অথচ ইসলামের নাম ব্যবহার করে হেফাজতে ইসলাম দেশে নারীদের নিয়ে কুরুচীপূর্ন বক্তব্যে দিয়ে নারীদের হেয় করা হচ্ছে। নারীরা নাকি ঘরে বন্দী হয়ে থাকতে হবে। নারী অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক। নারীদের নিয়ে সমস্ত অপপ্রচার ও ইসলাম বিরোধী ফতোয়ারকারীদের বিরুদ্ধে সকল নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।