মো : বোরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি, ৪ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : সুনামগ্েঞ্জর সুরমা নদীতে থেকে আজ সোমবার দুপুর ২টার দিকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রজ্জাক মিয়া (৬৫)। তিনি সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে গত রোববার মধ্য রাতে তিনি নিখোঁজ হন। আজ দুপুর ২টার দিকে তার স্বজনরা জাল দিয়ে মাছ ধরার সময় তাদের জালে নিখোঁজ রজ্জাক এর লাশটি উঠে আসে। সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সদরগড় গ্রাম পার্শ্ববর্তী সুরমা নদী থেকে তার লাশটি উদ্ধার করে জেলেরা সদর থানাকে অবহিত করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা সংবাদ কর্মীদের নিশ্চিত করেছেন।