মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সুনামগঞ্জের ইব্রাহিমপুর গ্রাম নিবাসী,বিশিষ্ট সমাজসেবী,জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রধান সহকারী ও ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হাজী মোশাররফ হোসেন ময়না মিয়া তালুকদার। শনিবার সকাল ১১ টায় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি ৫ পুত্র ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে কূলখানি অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়। সুনামগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজার পিতা মোশাররফ হোসেন ময়না মিয়া তালুকদারের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এমপি,সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট,সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি সিদ্দিকা,জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম,জেলা আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন দিলীপ,জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ,পৌর কাউন্সিলর মনীষ কান্তি দে মিন্টু,বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আল-হেলালসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Home | সারা দেশ | সুনামগঞ্জের শিানুরাগী মোশাররফ হোসেন ময়না মিয়ার মৃত্যুতে সুরঞ্জিত সেন গুপ্তের শোক প্রকাশ