মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : আজ সোমবার দুপুর দেড়টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর ও দৌলতপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দিরাই থানার এস আই মোবারক হোসেন জানান, পাওনা টাকা আদায় কে কেন্দ্র করে দু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে অবস্থান করছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশুতোষ দাশ জানান এ ঘটনায় ৩০ জন কে চিকিৎসা দেয়া হচ্ছে।
Home | সারা দেশ | সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাওনা টাকা নিয়ে দু গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষে আহত ৩০ জন