মো : বোরহান উদ্দিন , সুনামগঞ্জ থেকে, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : এলাকায় শান্তি শৃঙ্খলা রায় সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার নুরে আলম মিনা, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, দণি সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদির, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান আকিক আহমদ মধু প্রমুখ ।
এসময় জেলা প্রশাসক চেয়ারম্যানদের প্রতি ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস বিরোধী কমিটিকে সচল রাখার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরিস্থিতি নিয়ে মতবিনিময় করার আহ্বান জানান।