স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের পরিকল্পনা ভারতের নেই বলে জানিয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) প্রধান সুভাষ যোশী। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে ড্রোন মোতয়েনের কোনো সিদ্ধান্ত অতীতেও ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও হবে না।’
বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি-বিএসএফ এর ডিজি পর্যায়ের তিন দিনের সম্মেলনের শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, সুভাষ যোশীকে উদ্ধৃত করে গত ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও মানববিহীন আকাশ যান (ড্রোন) ব্যবহারের পরিকল্পনা করেছে ভারত। এরপর ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লির কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।