Home | ফটো সংবাদ | সিলেট যাওয়ার পথে আটকের পর সানাউল্লাহ মিয়াকে ছেড়ে দিয়েছে পুলিশ

সিলেট যাওয়ার পথে আটকের পর সানাউল্লাহ মিয়াকে ছেড়ে দিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট যাওয়ার পথে নরসিংদীতে আটক দলের কেন্দ্রীয় আইন সম্পাদক ও অ্যাড. সানাউল্লাহ মিয়াকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে সকালে খালেদা জিয়ার সঙ্গে সিলেট যাওয়ার পথে নরসিংদীতে সানাউল্লাহ মিয়াসহ ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে সানাউল্লাহ মিয়াকে ছেড়ে দেয় পুলিশ। আটকদের মধ্যে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালও রয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই দিনের সফরে সোমবার সকাল সোয়া নয়টার দিকে গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। সফরে দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও আছেন।

খালেদার সিলেট যাত্রাপথে তাকে শুভেচ্ছা জানাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর ও কারারচরে আসেন দলটির অনেক নেতাকর্মী। নেতাকর্মীরা সেখানে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ব্যানার ছিনিয়ে নেয়। পরে সানাউল্লাহ মিয়াসহ দলটির ১৩ নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মুম্বাইয়ে হবে নিক-প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠান!

বিনোদন ডেস্ক : গত মাসে প্রেমিক নিক জোনাসের সঙ্গে লন্ডনে ৩৬তম জন্মদিন উদযাপন ...

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রির্পোটার : মৌসুমী নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর ...