চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি : পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা রোববার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে সিলেটে সিপিবি-বাসদ জনসভায় হামলার ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের প্রতি হুমকি ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অনতি বিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন। ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
।