আমিনুল ইসলাম হিরন, ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে ছাতকের চরমহল্লা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বুধবার বিকেলে চরমহল্লা বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা বাদশা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাওলানা খুরশেদ আলম, লন্ডন প্রবাসী আব্দুল ওয়াহাব, ইউনুছ আলী, ছালিক মিয়া, নুরুল হক, হানিফ আলী, আব্দুল হামিদ, রফিকুল হক, দিলোয়ার হোসেন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বশির মিয়া, যুবদল নেতা সাইদুল হক সবজিল, শহিদুর রহমান, নুরুল আমীন, আবুল খয়ের, তাজ উদ্দিন, সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকদলের শফি উদ্দিন, দেলোয়ার হোসেন, আজিজুল মালিক নোমান প্রমুখ। সভায় বক্তারা খালেদা জিয়ার সিলেট আগমন সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। বক্তারা বলেন, গত ১২ সেপ্টেম্বর চরমহল্লা বাজারে অনুষ্ঠিত বিএনপির এক কর্মীসভা চরমহল্লা বাজারে অনুষ্ঠিত হয়। সংবাদটির প্রেস বিজ্ঞপ্তি প্রেরনের সময় সভার স্থান চরমহল্লা বাজারের স্থলে টেটিয়ারচর বাজার ভুলবশত প্রেরন করা হয়। যা পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য বক্তারা সভায় দুঃখ প্রকাশ করেছেন।