ইন্টারন্যাশনাল ডেস্ক : সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে ন্যস্ত করার পরিকল্পনা নিয়ে জেনেভায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছেন। সের্গেই লাভরভ ও জন কেরি আশা প্রকাশ করেছেন যে, এই পরিকল্পনার মাধ্যমে সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ এড়ানো সম্ভব হবে।
জাতিসংঘ নিশ্চিত করেছে যে, তারা সিরিয়ার কাছ থেকে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশনে যোগদানের দলিলপত্র পেয়েছেন। এটি হচ্ছে রুশ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন,তারা চুক্তি স্বাক্ষরের এক মাস পর অস্ত্রসংক্রান্ত উপাত্ত দাখিল করবেন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, সিরীয় সরকার গত ২১ আগস্ট রাজধানী দামেস্কের কাছে গুতা এলাকায় রাসায়নিক অস্ত্র হামলা চালিয়ে শত শত লোককে হত্যা করেছে। সরকার এই অভিযোগ অস্বীকার করে বিদ্রোহীদের ওপর এর দোষ চাপাচ্চে। মার্কিন কংগ্রেস সিরিয়ার ওপর সামরিক হামলা চালাতে প্রেসিডেন্ট ওবামার পরিকল্পনার ওপর যখন বিতর্ক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল তখন রাশিয়া সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথা ঘোষণা করে।
এদিকে জেনেভায় ভোজসভার আগে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেছেন,সিরিয়ার রাসায়নিক অস্ত্র ইস্যুর নিষ্পত্তি হলে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কোন প্রয়োজন হবেন না। তিনি বলেন,সামরিক সংঘাতের পথ থেকে সরে আসতে হবে এবং সফল আলোচনা থেকে জেনেভা বেঠক দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, একমাত্র শক্তিপ্রয়োগের হুমকিতেই সিরিয়া রাসায়নিক অস্ত্র ভান্ডার সমর্পনে রাজী হয়েছে।
সূত্র:বিবিসি অনলাইন