মোঃ রমজান হোসেন : মুন্সীগঞ্জের সিরাজদিখানের বোয়ালখালী গ্রামে প্রভাসী রানী মণ্ডল (৫২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি চিত্রকোট ইউনিয়নের বোয়ালখালী গ্রামের মৃত রমেশ মণ্ডলের স্ত্রী মঙ্গলবার দিনগত গভীর রাতে প্রভাসী রানী মণ্ডলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।সকালে বসতঘরে গিয়ে তার ছেলে শিপন মণ্ডল তার মাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, বুধবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়।লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে নাকি তিনি হৃদরোগে মারা গেছেন ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা জানা যাবে।