সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ জুন ) রাতে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিক আহমেদ জানান, রাতে দুর্বৃত্তরা মা-ছেলেকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।