ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | সিডনিতে ক্লাসরুমে চলন্ত গাড়ির ধাক্কায় দুই শিশু নিহত

সিডনিতে ক্লাসরুমে চলন্ত গাড়ির ধাক্কায় দুই শিশু নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি স্কুলের ক্লাসরুমে মঙ্গলবার চলন্ত গাড়ির ধাক্কায় দুই শিশু নিহত হয়েছেন। নিহত দুই শিশুর বয়স আট বছর এবং এরা দুইজনই বালক। এই ঘটনায় তিন বালিকাও গুরুতর আহত হয়েছে।  এ ঘটনায় শিক্ষকসহ আরো ১৬ শিক্ষার্থী ছোটোখাটো আঘাত পেয়েছেন বলে জানায় বিবিসি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পশ্চিম সিডনির একটি স্কুলের কাঠের দেয়াল ভেঙে একটি এসইউভি ক্লাসরুমটিতে ঢুকে পড়ে। এ সময় শিক্ষকসহ ২৪ জন শিশুশিক্ষার্থী ওই ক্লাসরুমটিতে ছিল। ঘটনার পরপরই ওই পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজন বালক মারা যায়।

গুরুতর আহত অপর তিন বালিকার আঘাত গুরুতর হলেও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের মধ্যে দুইজনের বয়স আট ও অপরজনের বয়স নয় বছর।

স্থানীয় টেলিভিশনে দেখানো ছবিতে দেখা গেছে, গাড়িটি দেয়াল ভেঙে পুরোপুরি ক্লাসরুমটির ভিতরে ঢুকে পড়েছে, ক্লাসের মেঝেতে শিশুদের আঁকা চিত্র ও অন্যান্য ছবি পড়ে আছে।

৫২ বছর বয়সী এক নারী গাড়িটি চালাচ্ছিলেন। তিনি অক্ষত আছেন। তদন্তের অংশ হিসেবে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত ও প্রশ্রাব পরীক্ষা করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...