স্টাফ রিপোর্টার : সাত দিনের সফরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সিঙ্গাপুর পৌঁছেছেন। আজ রোববার সকালে চেংগি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ-জামান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে মেডিকেল চেকআপের জন্য দেশটির এয়ার লাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি গতকাল শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। সেখানে চোখের চিকিৎসা ছাড়াও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর মেডিকেল চেকআপ হবে।
বিমান বন্দরে এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আগামী ৩ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।